Header Ads

Header ADS

শ্রাবণধারা_আফসার নিজাম


শ্রাবণধারা
আফসার নিজাম


ভাই    গোপন গহীন হৃদয় ছুঁয়ে
    বিষ্টি আসে ঘরে
    ঝাপটা মেরে টেবিল থেকে
    ফোনটা আমার ধরে
    অভিমানের সুরে বলে
    ফোন করনি কেনো
    ফাগুন গেলো চৈত্র গেলো
    বোশেখ এলো যেনো।

বোন    বিষ্টি কী হায় বোন ছিলো না বলো
    তাইতো তোমার পাইনি একটা কল’ও
    তুমি পাষাণ হৃদয় হলে
    মরেই যাবো শিলের মতো গলে।

ভাই    রাগ করো না বোনটি আমার
    খবর নিবো ফোনে
    মেঘের কাছে জানতে চাবো
    কেমন আছে বোনে
    বইবে কখন দখিন হাওয়া
    আসবে কবে দেশে
    জানিয়ে দেবো আসার খবর
    সারা বাংলাদেশে।

বোন    এই কথাটি মনে থাকে যদি
    শ্রাবণধারায় আসবো নিরবধি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.