Header Ads

Header ADS

বিষ্টি পড়ে মনিটরে_আফসার নিজাম


বিষ্টি পড়ে মনিটরে
আফসার নিজাম
  
বিষ্টি পড়ে
খোকার ঘরে
কমপিউটার মনিটরে
ঝম-ঝমা-ঝম শব্দ করে
স্পিকারে বিষ্টি পড়ে_আফসার নিজাম
স্পিকারে বিষ্টি পড়ে
আফসার নিজাম

বিষ্টি পড়ে- হাত ভিজে না
বিষ্টি পড়ে- পা ভেজে না
বিষ্টি পড়ে- গা ভেজে না
ভিজে খোকার চোখ
বাইরে গিয়ে ভিজতে খোকার
মন ছিলো উন্মুখ।

মা বলেছে- ভিজতে মানা
বাপ বলেছে- ভিজতে মানা
বোন বলেছে- ভিজতে মানা
ভিজলে হবে জ্বর
জ্বরের ভয়ে ভিজতে মানা
মানে না অন্তর।

তাইতো খোকন বাইরে বাড়ায় পা
বিষ্টি ভেজা কাক হবে সে
ভেজা পাখির ঝাঁক হবে সে
আজকে কারো নিষেধ মানবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.