Header Ads

Header ADS

পেয়েছি আমি পেয়েছি_আফসার নিজাম


পেয়েছি আমি পেয়েছি
আফসার নিজাম

হঠাৎ চিৎকার করে কেউ একজন বলে উঠলো
পেয়েছি আমি পেয়েছি
আমি ছাদের কার্ণিসে ঝুলে দেখে এসেছি
বিস্মিত চোখে চেয়েছি

কোথাও কিছু নেই খা খা রুদ্দুরে ঝাপ দিয়েছে
মালতির স্বল্প ছায়া
আমি ছায়ামাখা বুকের মধ্যে উঁকি দিয়ে দেখেছি
একটি করুন মায়া

স্পর্শহীন পড়ে আছে ঘাসের গালিচায়
রুদ্দুর খেয়ে খেয়ে
সোনালি দেহের স্পর্শ অঙ্গার করে
বিবর্ণ চোখ চেয়ে

পেয়েছি পেয়েছি বলে দুপুরে ঘুম ভাঙায়
দেখি না হৃদয়ের স্পন্দন পাওয়া ফুল
তার বুকের ভেতর কি লুকিয়ে রেখেছে
পাওয়া না পাওয়ার ভুল

পেয়েছি আহা পেয়েছি কি মধুর সুর
বাজে বুকের মাঝে
ক্রমাগত আমি ডুবে যাই ডুবে যাই
সূর্য ডোবা সাঁজে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.