Header Ads

Header ADS

পুণ্যবান জোসনায় স্নান_আফসার নিজাম


পুণ্যবান জোসনায় স্নান
(প্রিয় নানীজানকে ভালোবেসে)
আফসার নিজাম

শুধু একটি ফ্রেন্ড রিকোয়াস্টই বিস্তার করলো সম্পর্কে জাল
বহুকালের লালিত স্বপ্নের ভেতর প্রবেশ করে
কাল থেকে কালান্তরে নিশ্চিহ্ন হৃদয়ে চিহ্ন হয়ে গেলো
এমনি ভার্চুয়াল জগতে স্বপ্নের ভেতর দেখিছি তোমায়
কুমড়ো লতার মতো লকলকে শরীর
হাওয়ার ভেতর উড়ে চলেছো সাত সমুদ্র তের নদী পার হয়ে

কবে কোন পথে সমুদ্র পার হয়ে গিয়েছো ওপারে
আমি স্বপ্নের ভেতর সেই সমুদ্রের শব্দ শুনি
সেকি ভয়ংকর ঢেউ উথাল পাথাল করে দেয় হৃদয়ের দিগন্তÑ
যেনো জুয়ারী সময় কেড়ে নেয় ভালোবাসার স্বপ্নÑ
অথচ তুমি একাই ছিলে
আমি কেবলি তোমাকে হারাবার সমুদ্রে ডুবে যাই

ভাবি, ভার্চুয়াল জগত থেকে সাইন আউট হবো না
স্বপ্নের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্খের মতো
তোমাকে নিয়ে স্বপ্নের জাল বুনে যাবো
আর ঢেকে রাখা লজ্জাকে ঘুমপারিয়ে
তোমার পবিত্র আত্মা পরিভ্রমণ শেষে
পুণ্যবান জোসনায় স্নান করবো
যেনো সাত সমুদ্র তের নদীর ব্যবধান গুচে শূন্য হয়ে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.