Header Ads

Header ADS

মেঘনা নদীর জলদস্যু : আফসার নিজাম_নোমান সাদিক


মেঘনার বুক জুড়ে জেলেদের নৌকা আর গভীরে ইলিশই শুধু থাকে না। হঠাৎ হঠাৎ ডাকাতেরও আগমন ঘটে। আকস্মিক হামলায় খুন করে নিরীহ জেলেদের, আবার খুন নাও করে যদি তাহলেও নিয়ে যায় মাছ, জাল ও নৌকা । আর যাত্রী পেলে তো কথাই নেই । ছিনিয়ে নেয় তার সর্বস্ব। জেলেদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ।  তেমনি এক জেলে ও তার পুত্র শিহজ একবার ডাকাতের মুখোমুখি। কিভাবে তারা ডাকাতদের মোকাবেলা করে? জানতে পারবে আফসার নিজামের ‘মেঘনা নদীর জলদস্যু’ গল্পটিতে। 

আফসার নিজাম। কবি ও গল্পকার হিসেবেই নয়, শিশুসাহিত্যেও তিনি সাড়া ফেলেছেন। বিভিন্ন জাতীয় দৈনিক ও লিটলম্যাগে নিয়মিত ছাপা হচ্ছে তার কবিতা গল্প ও ছড়া।  এবারের বইটি একটি এডভেঞ্চারধর্মী গল্পের বই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.