Header Ads

Header ADS

ডিস্কভারি জোসনার গল্প_আফসার নিজাম


ডিস্কভারি জোসনার গল্প
আফসার নিজাম

ডিস্কভারি রাত নামলে
পোয়াতি জোসনা দশমী চাঁদের পেটে
হাত বুলায়ে কয়-
‘খোকা চাঁদ, ভোরের চোখ ফুটলে
তোকে নিয়ে আমি কোথায় যাবো’

যখন খরায় পুড়ে ফসলী সময়
ইমারজেন্সি খাদ্যের জন্য
জোছনা সেলোয়ারের ফিতা ছিঁড়ে ফেলে
তখন পাহাড় দুটি
ভূমিকম্পে কাঁপতে থাকলে বলি-
‘তারপর কি হলো বলো’

ইজ্জতের ফেন্সিডিল পান করে
সমস্ত লজ্জা খুলে ফেলে পেট
‘এই যে আমাকে দেখছেন
এই যে আমি যাকে বহন করছি
যার জন্য আমার দ্বিতীয় লড়াই
কেনো হলো ? ? ?’

‘শুধু পেটের জন্য এই পেট!’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.