পাঠপ্রতিক্রিয়া : আফসার নিজামের মেঘনা নদীর জলদস্যু_তাজ ইসলাম

এটিও কিশোর গল্পগ্রন্হ।আফসার নিজামও একাধারে কবি ছড়াকার গল্পকার। এই বইয়ে নিজাম নিখূঁত ভাবে চিত্রিত করেছেন মেঘনা নদীর জলদস্যুও মাঝি জীবন তথা নদী কেন্দ্রিক চরিত্র সমুহ।মেঘনা নদীর জলদস্যুর গদ্য যেন মেঘনার প্রবাহের মত তরতর করে সামনে টেনে নিয়ে যায়।বইটি পাঠ করা শুরু করলে শেষ না করে পাঠক থামবে না।বইটিতে পাঠক মুগ্ধ হবেন সরল করিম মাঝির বুদ্ধিমত্ত্বাও সরলতা আর সাহসিকতায়
কোন মন্তব্য নেই