Header Ads

Header ADS

সময়_আফসার নিজাম


সময়
আফসার নিজাম

বৃদ্ধ অশ্বথের মতো কুঁজো হয়ে বসে আছে আমাদের অনন্ত সময়
কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির চাকার মতো স্থবির মহাকাল
‘মন মাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলাম না’ বলে
চাহার দরবেশের গল্পের আসর ছেড়ে উঠতে চাচ্ছে না উতলা মন

অথচ এখনই অনন্তপুর স্টেশন থেকে ছেড়ে যাবে লোকাল ট্রেন
ছিড়ে যাওয়া সেন্ডেলের ফিতা সারাবার সময়ও বাকি থাকবে না
পূবাল বাতাসে উড়ে যাওয়া টুপির পেছনে ছুটতে গেলে ট্রেন ফেল
তবু পেরেক বিদ্ধ বিজ্ঞাপনের মতো স্ট্র্যাচু হয়ে আছে বিলবোর্ড সময়

সময়, অনন্ত সময়- এবার তুমি তোমার প্রতিজ্ঞা পুরন করো
তুমি প্রতিজ্ঞা করেছিলে নগরের অট্টালিকাগুলো সবুজ করে দেবে
তুমি প্রতিজ্ঞা করেছিলে নগরের রাস্তগুলো হয়ে যাবে হাইওয়ে
তুমি প্রতিজ্ঞা করেছিলে নগরের বুক চিড়ে চলে যাবে অসংখ নদী
তুমি প্রতিজ্ঞা করেছিলে বুড়িগঙ্গা সাঁতরে পেরুবে নগরের নর নারী
অথচ ঢাকা এখনও মফস্বলের আলখেল্লা ছেড়ে নগর হয়ে উঠেনি
কানাগলির নরদমায় আটকে আছে তোমার উন্নয়নের সোনালি স্বপন

হে সময় অফুরন্ত সময়
তোমার প্রতিজ্ঞায় প্রাণ সঞ্চার করার জন্য তুমি বৈশাখী ঝড় হও
তোমার চাকায় মরচে ধরে গেছে এবার তেল দিয়ে সচল করো
বিদ্যুৎ গতিতে গ্রাম গঞ্জ নগরে ছুটে যাক ভালোবাসার উন্নয়ন
নগর অট্টালিকার বস্তিতে পরেমে প্রেমে খেলা করুক পবিত্র শিশু

হে সময় অনন্ত সময়
কসম মহান সত্তার তোমার প্রাণউচ্ছ্বলই আমাদের প্রাণউদ্দোম
তোমার অনন্ত সময় জাপন-ই আমাদের অনন্তকাল বেঁচে থাকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.