ক্রমাগত নদীর ভাঙনে বাস্তুহারা হয় জীবন প্রতিটি মুখের তৈলচিত্র পরিবর্তন হয়ে কাঁচভাঙা চিত্র হয় আর কাঁচটুকরোগুলো জুদা চিত্র অঙ্কন করে তেমনি আমরা জুদা হয়ে যাই পরিচিত জীবন থেকে
হায়! নদীর ভাঙন তুমি কেবল আমাদের জুদাই করে দিচ্ছো জানি না কবে আমরা সঙ্গবদ্ধ জীবনের প্রতিচ্ছবি হবো।
কোন মন্তব্য নেই