ভালোবাসি_আফসার নিজাম

ভালোবাসি
আফসার নিজাম
ভালোবাসি বলেই আমি আত্মহত্যা করি না
নিজের বুকের ভেতর গেঁথে দেই না চকচকে খুনি চাকু
ভালোবাসি বলেই তো আজরাইলের জন্য অপেক্ষা করি
কেওড়া ডালে বাধি না ফাঁসির রশি
জিহবাকে বেড়িয়ে আসতে দেই না মুখের গহবর থেকে
ভালোবাসি বলেই- মা বলে লুকিয়ে পরি মায়ের আঁচলে
বাবার সাথে থলি নিয়ে বাজারে যাই
তোমার ইশকুলের পাশে দাঁড়িয়ে থাকি
ভালোবাসি বলেই আমি মসজিদে যাই- নামাজ পড়ি
তোমার জন্য দোয়া করি নিজের জন্য স্বপ্ন গড়ি
মিছেলে মিছিলে শ্লোগান ধরি উন্নয়নের লড়াই করি
ভালোবাসি বলেই আমি আত্মহত্যা করি না
এই দুনিয়া ভালোবাসি তোমার জন্য মরি না।
কোন মন্তব্য নেই