হৃদয় পুড়ে জাগবে দ্রোহ_আফসার নিজাম
হৃদয় পুড়ে জাগবে দ্রোহ
আফসার নিজাম
প্রভু সেজদায় লুটিয়ে বলি
কসম খেয়ে বলি
প্রতি রাতে বাড়ি থেকে
ধান নিয়ে যায় পাশের বাড়ির আবু জেহেল
আমার রক্তদিয়ে হলি খেলে আবু জেহেল
আমার কুমারি জমি চষে আবু জেহেল
নদীতে বাঁধ দিয়ে
সমুদ্র ছুঁতে দেয় না আবু জেহেল
একটা সুরাহা করো প্রভু
একটা সুরাহা করো
না হয় আমি আবু জেহেলে ভিটায়
ঘুঘু চড়িয়ে দেবো।
না হয় আমি আবু জেহেলে ভিটায়
উত্তরমুছুনঘুঘু চড়িয়ে দেবো।.... দেন ভাই... কড়া...