নিঝুমআফসার নিজাম নবীপুরের নিঝুমরাতের বেলা জেগে থাকেদিনে যায় ঘুম।চোখ খোলে ঘুম যাবেবন্ধ করে হাটেকাঁথা বালিশ নিচে ফেলেশোবে শূন্য খাটেজেগে জেগে স্বপ্ন দেখেঘুমিয়ে করে কাজজেগে যায় না হাম্মমখানাঘুমায় করে সাজ।দিনে দেখে ঘোর অন্ধকারসকল কিছু কালোআঁধার রাতে ভালো দেখেযেনো সূর্যের আলো।
কোন মন্তব্য নেই