নিঝুম
আফসার নিজাম নবীপুরের নিঝুম
রাতের বেলা জেগে থাকে
দিনে যায় ঘুম।
চোখ খোলে ঘুম যাবে
বন্ধ করে হাটে
কাঁথা বালিশ নিচে ফেলে
শোবে শূন্য খাটে
জেগে জেগে স্বপ্ন দেখে
ঘুমিয়ে করে কাজ
জেগে যায় না হাম্মমখানা
ঘুমায় করে সাজ।
দিনে দেখে ঘোর অন্ধকার
সকল কিছু কালো
আঁধার রাতে ভালো দেখে
যেনো সূর্যের আলো।
কোন মন্তব্য নেই