তুমি প্রথম নারী_আফসার নিজাম
তুমি প্রথম নারী
আফসার নিজাম
তুমিই প্রথম নারী
ডানা ছাড়াই নেমে এসেছো এই নিখিল বিশ্বে
বৃষ্টিস্নাত উর্বর জমিতে ফলিয়েছো ফসল
এক এক করে ছড়িয়ে দিয়েছো
মধ্যএশিয়া থেকে আফ্রিকা
ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া।
তুমিই প্রথম নারী
স্বর্গের সৌন্দর্যকে পেছনে ফেলে
নরকের আগুনকে উপেক্ষা করে
পতিত পৃথিবীকে করেছো আবাদ
তুমিই প্রথম নারী
তোমার আগে কেউ পৃথিবীর সৌন্দর্যকে উপভোগ করেনি
দেখেনি ফুলের ওপর প্রজাপতির উড়াউড়ি
শোনেনি শিমুল ডালে কোকিলের ডাক।
তুমিই প্রথম নারী
ভালোবাসার বন্ধনে পুরুষের বাহুকে করেছো কর্মঠ
আর শহর নগর বন্দরে পাঠিয়েছো বাণিজ্যের কাফেলা
পত্তন করেছো নগর সভ্যতা- পুরুষের রাজত্ব।
কোন মন্তব্য নেই