Header Ads

Header ADS

তোমার জন্য মন কেমন করে_আফসার নিজাম


তোমার জন্য মন কেমন করে
আফসার নিজাম

ছিমছাম শহরের ভেতর ঢুকে গেছে কেউ
জানালার কার্ণিস ধরে অপরিচিত ছায়া হেঁটে যায়
তখন তোমার জন্য মন কেমন করে
বৈশাখ জ্যৈষ্ঠ্য আষাঢ় শ্রাবণের জন্যও মন কেমন করে।

সুদৃশ্য অট্টালিকায় ছায়া সুন্দর মন উড়ে বেড়ায়
বেডরুমের বিছানায় ফুল হয়ে যায়
ড্রেসিং টেবিলের আয়না হয়ে যায়
লিপিষ্টিক হয়ে যায়, সানস্ক্রিণ হয়ে যায়
তখন তোমার জন্য মন কেমন করে।

প্রতিদিন তোমার জন্য প্রার্থনা করি
আকাশ ফুড়ে উড়ে যায় প্রর্থনা সংগীত
ছায়ার সাথে তোমার তখন গল্পের পশরা বসে
গল্পের মাঝে পঞ্চ প্রার্থনার নতজানু হও তুমি
তখন তোমার জন্য মন কেমন করে।

হায়! কতোদিন তোমার সাথে নিমগ্ন হয়নি প্রার্থনায়
তোমার সাথে বসে তেলওয়াত করেনি
        ঐশ্বরিক প্রেমের আয়াত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.