Header Ads

Header ADS

ক্ষমা করো প্রিয়তম_আফসার নিজাম

 
ক্ষমা করো প্রিয়তম
আফসার নিজাম


ক্ষমা করো প্রিয়তম
বহুকাল পরে তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে
ডুবে গেলে যমুনার জলে
কী ব্যথা লুকিয়ে ছিলো বুক পাহাড়ের সানুতলে
সে চিত্রলিপি পাঠ করে ভেসে গেলে যমুনার জলে।

রাত শেষে দিন আসে দিন শেষে রাত
এভাবে কতো যুগ হয়নি সাক্ষাৎ
কার ভুলে একা ছিলাম দূরে ছিলো মন
দুজনার প্রেম কেনো ছিলো নির্বাসন
সে স্মৃতি মনে হতে ডুবে যাই যমুনার জলে।

ক্ষমা করো প্রিয়তম
বহুকাল তোমাকে ভুলে ছিলো নালায়েক স্মৃতি
মনে করেও করেনি কোনো প্রেমিপ্রীতি
কী ছিলো মনে- আজ মনে আসে না
যমুনায় ডুবে প্রেম- আজ ভাসে না
পাথরের মন নিয়ে ডুবে যাই যমুনার জলে
ক্ষমা করো প্রিয়তম যদি মন গলে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.