Header Ads

Header ADS

ভেজা বৃষ্টির কাব্য_আফসার নিজাম


ভেজা বৃষ্টির কাব্য
আফসার নিজাম

তোমার স্পর্শ মানেই তো ভেজা বৃষ্টি
মেঘলা আকাশ অমাবশ্যার অন্ধাকার
কদমফুল ছুঁয়ে আশা পাতার শিহরণ

তোমার স্পর্শ মানেই নীল বৃষ্টি
পুকুরে টুপ টুপ করা জলের শব্দ
ঢেউ ছুঁয়ে ডুবে যাওয়া পানির মরণ

তোমার স্পর্শ মানেই মেঘেঢাকা সূর্য
দিন রাত ঝর ঝর বর্ষার কান্না
কুড়নো বৃষ্টির জমা করা মাতাল মন।

তোমার স্পর্শ মানেই আসহাবে কাহহাব
দীর্ঘ ঘুমের জানাজা থেকে জেগে উঠা
প্রাণ প্রাচুর্য- নতুন প্রজন্মের আগমন।

তোমার স্পর্শ মানেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
বর্ষায় কোল জুড়ে নবপ্রাণ সৃষ্টি সৃষ্টি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.