ভেজা বৃষ্টির কাব্য_আফসার নিজাম
ভেজা বৃষ্টির কাব্য
আফসার নিজাম
তোমার স্পর্শ মানেই তো ভেজা বৃষ্টি
মেঘলা আকাশ অমাবশ্যার অন্ধাকার
কদমফুল ছুঁয়ে আশা পাতার শিহরণ
তোমার স্পর্শ মানেই নীল বৃষ্টি
পুকুরে টুপ টুপ করা জলের শব্দ
ঢেউ ছুঁয়ে ডুবে যাওয়া পানির মরণ
তোমার স্পর্শ মানেই মেঘেঢাকা সূর্য
দিন রাত ঝর ঝর বর্ষার কান্না
কুড়নো বৃষ্টির জমা করা মাতাল মন।
তোমার স্পর্শ মানেই আসহাবে কাহহাব
দীর্ঘ ঘুমের জানাজা থেকে জেগে উঠা
প্রাণ প্রাচুর্য- নতুন প্রজন্মের আগমন।
তোমার স্পর্শ মানেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
বর্ষায় কোল জুড়ে নবপ্রাণ সৃষ্টি সৃষ্টি।
কোন মন্তব্য নেই