ক্যানভাস_আফসার নিজাম
ক্যানভাস
আফসার নিজাম
আমরা এমনি এক সময় অতিবাহিত করেছি যখন
পাললিক মৃত্তিকা সবুজ বন আর পবিত্র পানির নদী
এসব এক ক্যানভাসে ভেসে ওঠতো
বেহেস্তের সুদৃশ্য বাগানের মতো
যার তলোদেশ দিয়ে প্রবাহিত হয় পদ্মা মেঘনা যমুনা
সেসব দৃশ্য- গৌরবময় সজীব স্বপ্নেরা আজ ধূসর
যেদিকে তাকাই ক্যানভাসহীন প্রান্তর
পদ্মার তলদেশ মরুভূমি
মৃত্তিকার ভাঁজে ভাঁজে পলিথিন
আর প্রায় বৃক্ষহীন হরিৎ বনভূমি।
আমরা আবারও স্বপ্ন দেখি আমাদের ক্যানভাসে ভেসে ওঠবে
পাললিক মৃত্তিকা সবুজ বন আর পবিত্র পানির নদী
যেখানে খেলা করবে আমাদের শিশুরা
যারা পবিত্র ফেরাস্তদের মতোই বেহেস্তের অধিবাসি।
কোন মন্তব্য নেই