Header Ads

Header ADS

ফিরে এসো_আফসার নিজাম


ফিরে এসো
আফসার নিজাম

ফিরে এসো প্রবহমান নদী উত্তাল ঢেউ
আঘাতে আঘাতে ভেঙে ফেলো ফারাক্কা বাঁধ
গঙ্গা হয়ে যাক পদ্মারর বুক
জোয়ার জোয়রে খেলুক জলরঙ সুখ

ফিরে এসো যন্ত্রদাঁত সারসী কাঁটার
কেটে ফেলো বেড়া দেয়া সীমান্ত তার
পাসপোর্ট ফেলে দাও তিস্তার বুকে
পায়ে পায়ে হেঁটে যাও বাঁধহীন সুখে

ফিরে এসো বিদ্রোহ বিপ্লব তারুণ্য রথ
মিছিলে মিছিলে কাঁপুক পিচঢালা পথ
ভয় পেয়ে কেঁপে উঠুক জালিমের বুক
ভয়হীন হয়ে যাক দুখে পোড়া মুখ

ফিরে এসো ফিরে এসো আলোকিত মুখ
তোমার অপেক্ষায় দেখো জনউন্মোখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.