Header Ads

Header ADS

দেশপ্রেমিকেরা_আফসার নিজাম


দেশপ্রেমিকেরা
আফসার নিজাম

এতো মানুষ মরে। মরে মরে হয় জান্নাতি ফুল-পাখি
মানুষের মৃত্যুতে কাঁদে না মানুষ পাথরে গড়া আঁখি
প্রতিদিন বেওয়ারিস লাশ ভেসে যায় শীতলক্ষ্মার বুকে
লাশ দেখে দেখে কাঁদে না দুচোখ কাঁদে না কেউ শোকে।

স্বাধীনতা বলে আর কিছু কি বাকি আছে এই দেশে
প্রতিদিন গুম হয় আদ আদমি হারায় নিরুদ্বেশে
কার মা কাঁদে, কার বোন কাঁদে, কার স্ত্রী হয় বোবা
স্বাধীনতা নিয়ে কথা বলে না কেউ বৃদ্ধ কিংবা যুবা।

মাথার উপরে নেই বোমারু বিমান নেই কোনো হানাদার
তবু মানুষ ঘরহীন থাকে ঘরে থাকা কেনো মানা তার
স্বাধীনতা মানে কি ঘরহীন হওয়া নিজ দেশে পরবাসী
বিনা অপরাধে ঘরছড়া তরুণ দেখে না মায়ের হাসি।

বিচারের নামে প্রহস করে স্বাধীনতার দেয় ফাঁসি
দেশপ্রেমিকেরা ফাঁসির মঞ্চে দাঁড়ায় হাসি হাসি
আমার দেশটা স্বাধীন হবে এটাই তাদের আশা
সারাজীবন লালন করেছে সেই প্রেম ভালোবাসা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.