Header Ads

Header ADS

অনন্ত যাত্রা_আফসার নিজাম


অনন্ত যাত্রা
আফসার নিজাম

আমার পাঁজরের ভেতর বসত করো তুমি; আমার প্রার্থনা আর
শূন্যতার ভেতরে একমহিমার আজান শেষে
আমার হৃদয়ে মনে ত্রস্ত পায়ে হেঁটে যাও নীলিমার
শেষ কুঁঁড়ে ঘরে- জোছনার স্ফটিক জলে ভেসে।

কে তোমাকে খুন করে? শ্রাবণের বৃষ্টিভেজা পায়রার মতোন
তুমি স্বাধীন, উড়ে যাও জান্নাতি গোলাপ বাগিচায়
চেনা পরিজনের মতো শরতের নীলাকাশে তুলে আলোড়ন
মাছরাঙাদের ডানার মতো নতুন দিগন্তের আশায়।

তবুও মহাজাগতিক অসুর বিছায়েছে ঘৃণার জাল
সংগ্রাম প্রেম ভালোবাসা পৃথিবীর উন্নয়ন
স্থবির করে দিতে চায় রক্তবীজের গতিময় কাল
তুমি ষোলোআনা মিটিয়েছো দাম- বলে মহিয়ান।

শত শতাব্দীর ক্ষয়ে যাওয়া চন্দ্রের শপথ
তুমি নেই আজ তবু নতুন আশার বার্তা
স্তব্ধ রণাঙ্গণকে প্রজ্বলন করে দেখিয়েছো পথ
... নিশাণ উড়িয়ে আমরা করেছি অনন্ত যাত্রা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.