Header Ads

Header ADS

শেষ বিকেলের চিহ্ন_আফসার নিজাম


শেষ বিকেলের চিহ্ন
আফসার নিজাম

পৃথিবীর সব মায়া মমতা দুই হাতে ছড়িয়ে দিয়ে
আকাশের দিকে মুখ করে
চাঁদের মতো নিস্বঙ্গ একা শুয়ে আছে মাটির উপর

কেউ নেই-
নিস্বঙ্গ পেঁচার চোখের মতো
অমাবশ্যার কালো অন্ধকার শুধু চেয়ে আছে তার দিকে
হাতের পাশে স্ত্রীর শরীরের ঘ্রাণ আর খুঁজে পাওয়া যায়নি
ছেলে মেয়ের শ্রদ্ধার পরশটুকুও কোথায় হারিয়ে গেছে

তারপর
বাতাসে ভর করে আকাশের ঢাকনা খুলে উড়ে গেছে
যেখানে সে প্রথম চিৎকার করে নিজের অস্তিত্ব জাহির করেছিলো
সেখানেই পড়ে আছে শেষ তার বিকেলের চিহ্ন...

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.