আত্মপশু কুরবানি_আফসার নিজাম
আত্মপশু কুরবানি
আফসার নিজাম
অস্ত্রের সিন্দুক খুলে তুলে আনো
ইশা খাঁ’র জংধরা তরবারি
কামারের নিপূণতায় শান দাও আর
ইবরাহিমী দক্ষতায় কুরবানি কর আত্মপশু
এবঙ খুন মাটি স্পর্শ করার আগেই
ইশ্কের দরজা খোল যেনো শাদা হয় আত্মরূহ্
দেখ প্রতিটি রক্তফোঁটায় ঝরে পড়ে
পাপ শয়তান আর খবিশের কারিশমা।
ঘনবর্ষনের মতো শব্দের বানে ভাসিয়ে দেয়ার ইচ্ছে ছিলো
প্রয়োজন ছিলো, কাউকে না কউকে বলার ইচ্ছে ছিলো
না পারছি না তোমাকে কিছুই বলতে পারছি না।
আমি যতোটা কষ্টে নীল হয়েছি
তার থেকেও অধিক বিষে নীল করে দেবার ইচ্ছে ছিলো
না পারছি না তোমাকে কিছুই বলতে পারছি না।
আমার সময়ের ঘোড়া লাফিয়ে লাফিয়ে ওঠে
পেছনের প্রতিটি স্মৃতিকে টেনে হিচড়ে
রক্তাক্ত করে দিতে চায় বর্তমান গ্লানীর ভেতর
যে গ্লানির ভেতর আমার প্রতিটি সময় অতিবাহিত হয়
না পারছি না তোমাকে কিছুই বলতে পারছি না।
কোন মন্তব্য নেই