খুব অহংকার তোমার_আফসার নিজাম
খুব অহংকার তোমার
আফসার নিজাম
জানালার পর্দা সরিয়ে সূর্যকে প্রবেশ করিয়ে দিয়েছো ঘরের ভেতর
উপস্থিতি টেরপেয়েই খিপ্রগতিতে বন্ধ করে দিয়েছো জানালার কপাট
জানালা আর পর্দার ভেতর খেলছো প্রবাহমান জীবনের খেলা।
খুব অহংকার তোমার
চোখে চোখ পড়তেই উদাসি করে দাও চোখের মণি
হাতে হাত রাখতেই উড়িয়ে দাও রিনিঝিনি চুড়ির শব্দ
কতোটা অহঙ্কারি হলে একাকী হেঁটে যাও সমুদ্র পাড়ে
অথচ পূবে হেলা যাওয়া সূর্য
তোমার ছায়াকে দীর্ঘ থেকে দীর্ঘ করে দিয়েছে।
খুব অহংকারী বলেই সবুজ পাতা হলুদ দেখতে পাও
নদীর ঢেউকে অগ্রাহ্য করে এগিয়ে যাও সমুদ্রের মাঝে
অহঙ্কারে অন্ধ হয়ে গেলেই এমনটি চিন্তা করা যায়
কেনো তোমার এমন অহংকারের উলম্ফন
আমার একটি মাত্র সমুদ্র :
কেনো তার ঢেউগুলোও ভেঙে দিতে চাইছো।
কোন মন্তব্য নেই