কালো নারীআফসার নিজামকালো নারীই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী
তার অপার করুণার মধ্যে আমার বিস্তৃতি
তার হরিণকালো চোখে মরে যেতে ইচ্ছে করে
তার পাশে এসে দাঁড়িয়ে থাকে পৃথিবীর অহংকার
দুঃখগুলো আত্মহত্যা করে জলবতি যমুনার জলে
আমি মুগ্ধ হয়ে স্পর্শ করি- যেনো এখনই কালো হয়ে যাই।
কোন মন্তব্য নেই