Header Ads

Header ADS

সিল্কি আঁধার_আফসার নিজাম

 
 সিল্কি আঁধার
আফসার নিজাম

১.
চুলের সিল্কি আঁধারে ডুবে গেলে সূর্য
ফিরে আসে কোমল ঘুম

আর যখন চৈতন্য ফেরে-
ফিরে আসে ঘাসের জীবন।

ফিরে আসে ঘুম ফেলে রাতের নাগর
আরামের ঘুম তারে দেয় না আরাম
তাই কেটে যায় রাত্রী
প্রার্থনায়-

সুখ যদি দিতে পারে সিল্কি আঁধার।

২.
সে রাতে আর কেউ আসেনি
বিরিকুলি গাছের নিচে
সিল্কি আঁধার নাকি চুষে নেয়
দাঁড়াশজীবন।

আর ফেলে যায় কয়েকটি শুভ্রপালক
এবঙ ত্রিরঙ অশ্রু ফোঁটা।

৩.
ফেরারী জীবন আর যায় না চৈত্র দুপুরে
অদৃশ্য হয়ে গেলে আলোক পথিক

খুঁজে ফেরে তাকে-
আতাইকুলের বুকে পশমওলা দীর্ঘপুরুষ
সিল্কি আঁধারে যদি পেয়ে যায় তারে।

৪.
কেউ কেউ দেখেছিলো
    বলেছিলো
সূর্য ডুবে গেলে
বেড়াতে এসেছিলো পূর্ণিমা আলো
সে নাকি সিল্কি আঁধারে
ডুব দিয়ে তুলে আনে আলোর ফসিল।

৫.
সিল্কি আঁধার সেদিন
বলেছিলো সূর্যকে ডেকে
যতোই আলো তুমি জ্বালাও বুকে

আমি ‘তোর’ বুক চিড়ে নিয়ে যাবো
সকল সকাল
রেখে যাবো আলোহীন
সিল্কি আঁধার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.