রেহনুবার শারাব_আফসার নিজাম
১.
দীর্ঘ সময় যে ফুলের ঘ্রাণ
উত্তরাধিকারী হয়ে বিলায় জীবন
তেমনি তোমার আশায়
উৎপ্রেক্ষার চিত্রকল্প আঁকি
বনদোয়েলের অভিজ্ঞতায়।
২.
জোসনার স্রোতে সাঁতার কেটে
ইছামতি বৃষ্টি আনতে গেলে
ফিরে এসে দেখি
অপেক্ষায় চোখ তোমার
হয়েছে পাথর।
৩.
মধ্যরাতের ঘুম ভেঙে গেলে দেখি
রক্তজোসনার আলো-ছায়ায়
শিশুবৃক্ষের আনন্দলোক
তখন ঘুমঘোর ঐশ্বর্য পান করে
স্বাগত চন্দ্র রাঙাই।
৪.
রূপমুগ্ধ দৃষ্টির প্রবাহে জেগে উঠলে প্রকৃতি
আমি আমুগ্ধ পান করি রেহনুবা শারাব।
কোন মন্তব্য নেই