দূরাগত প্রেমিকের প্রতি_আফসার নিজাম
দূরাগত প্রেমিকের প্রতি
আফসার নিজাম
১.
গাঢ় কুয়াশার ভেতর শুয়ে আছি। কুয়াশার কবর থেকে উঠে আসে স্মৃতিচিহ্ন।
ভোরের জানালা ভেদ করে পরানপাখি উড়ে যায় হাইব্রিড ধানক্ষেতে
বেঁচে থাকার আনন্দ দূরের জিনফুল জীবনের মতো দূরাগত
মনে হয় সমুদ্রের জানালা খুলে ভাসে জানাজার তেলাওয়াত
তবুও কুয়াশার সমাধির পাশে শুয়ে স্বপ্ন দেখি
লবণের ঋণ শোধ করা অথবা মায়ের
দুধের ঋণ শোধ করার আনন্দ
তবুও আমি চিরঋণি
আমার দেশ
মাটি
মা
এবঙ আমার ভালোবাসার গ্রাম ও ফিকে হওয়া স্মৃতির দূরাগত প্রেমিকের প্রতি।
২.
কাছিমগালা পা-ুলিপির বিবর্ণ ইতিহাস মুছে গেছে
অথচ কাছিমের মতো হেঁটে আসে মৃত্যু
যেনো মরে যাওয়ার আনন্দেই
লংমার্চ করে পিঁপড়ে জীবন
তবুও শিশুর আলিঙ্গনের মতো
জানালার কার্নিশ বেয়ে নেমে আসে জীবন।
৩.
কুয়াশার কবরের পাশে শুয়ে দেখি অনন্তকাল
জীবনের পাপ পুণ্য লোভ ভালোবাসা জান্নাত জাহান্নাম
উপরে সপ্তাকাশ খুলে খেলে যায় ফেরেস্তাদের শিশুজীবন
নিচে নিয়মের শৃঙ্খল ভেঙে গান গায় মানব মাটি অস্থি মজ্জা
আমাদের চোখ সমাধি হয় ভোরের জানালা খুলে দৃশ্যপাখি উড়ে যায়
হাইব্রিড জীবন নতুন জীবনের খুঁজে উড়াল দেয় অনন্তকালের ঘূর্ণায়মান জীবনে।
কোন মন্তব্য নেই