নামতা_আফসার নিজাম
নামতা
আফসার নিজাম
এক এক্কে এক-
আল্লাহ হলেন মহান প্রভু
জগৎ চেয়ে দেখ।
দুই এক্কে দুই-
রসূল আমার প্রিয় মানুষ
যেমন গোলাপ জুঁই।
তিন এক্কে তিন-
আল কুরানের জ্যোতি মেখে
কাটুক সরা দিন।
চার এক্কে চার-
হাদিস মতো চললে পরে
পার পাবে যে পার।
পাঁচ এক্কে পাঁচ-
সাহাবারা কেমন ছিলো?
স্বচ্ছ যেমন কাঁচ।
ছয় এক্কে ছয়-
ঈমান নিয়ে চললে কারো
রয় না মনে ভয়।
সাত এক্কে সাত-
ভাঙতে হবে মুনাফেকের
আঁধার কালো হাত।
আট এক্কে আট-
গড়তে হলে সোনার জীবন
করতে হবে পাঠ।
নয় এক্কে নয়-
জ্ঞানের আলোয় জগৎটারে
করতে হবে জয়।
দশ এক্কে দশ-
নেক আমলের জন্য কেবল
কীর্তি এবঙ যশ।
কোন মন্তব্য নেই