মানুষ বিক্রির ফরমান_আফসার নিজাম
মানুষ বিক্রির ফরমান
আফসার নিজাম
একটা মানুষ কিনবেন? মানুষ?
খুব কম দামে দিয়ে দেবো
আহ! জনাব, চিন্তা করবেন না
আপনি যেমনটি চেয়েছেন, ঠিক তেমনি-
তার দুটি চোখ আছে
আঁধারেও দিব্যি দেখতে পায় দিনের মতো।
দুটি হাত আছে
কাজ করতে পারে মেশিনের মতো
আর অবাক করা দুটি পা আছে
আপনার বাড়ি থেকে হাঁটা শুরু করে
গোটা পৃথিবীটাই ঘুরে আসতে পারে- যদি আপনি চান।
আর একটি পিঠ আছে
শপাং শপাং চাবুক কষে দেখতে পারেন
গণ্ডারের মতো চামড়া
ইচ্ছে করলে আপনি তা দিয়ে একজোড়া জুতা বানাতে পারেন
গ্যারান্টি দিতে পারি, জুতা জোড়া চলবে জীবনের শেষ দিনটি পর্যন্ত।
তার একটা পেট আছে
প্রয়োজনে বালিশ বানিয়ে শুতে পারেন
আপনার ক্লান্তি দূর করার জন্য কিন্তু
তার জন্য মোটেই অর্থ ব্যয় করতে হবে না
আপনার উচ্ছিষ্টটুকু দিলেই চলবে।
আর একটা মাথা আছে
মনে করে তার মাথা থেকে মগজটা খুলে রাখবেন
না হয় সে নিজেকে মানুষ ভাবতে পারে।
কোন মন্তব্য নেই