Header Ads

Header ADS

আমার আগে কেউ না_আফসার নিজাম


আমার আগে কেউ না
আফসার নিজাম

আমার আগে কেউ কবিতার জন্য প্রাণদান করেনি
কেউ একটি নতুন গাছ রোপণ করে ঢালেনি পানি
মায়া মমতা প্রেম ভালোবাসা দিয়ে
করে তোলেনি সুঠাম দেহের অধিকারী

আমার আগে কেউ প্রেমের জন্য লাঙল চষেনি
পলিমাটির ভেতর বীর্য রোপণ করে বলেনি- জীবন

আমার আগে কেউ অস্বীকার করেনি নীলচাষ
নীলের বদলে- সোনালি আঁশের ভাঁজে ভাঁজে
                         রুয়ে দেয়নি আস্ত সূর্য

আমার আগে কেউ গন্ধম ফলের স্বাদ গ্রহণ করেনি
নারীর চিবুক ধরে আকণ্ঠ পান করেনি সৌন্দর্য
চোখে চোখ রেখে কাটিয়ে দেয়নি পয়ত্রিশ বছর

আমার আগে কেউ না! না কেউ না!!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.