হারানো বিজ্ঞপ্তি_আফসার নিজাম
হারানো বিজ্ঞপ্তি
আফসার নিজাম
কবিতাটি এভাবে লিখা হয়
গুজরাটে যে ক’জন মানুষ পুড়েছে
তাদের মধ্যে আমি একজন
পুলিশ পুড়ে যাওয়া লাশ তুলে নেয়ার সময়
আমার ঈশ্বরকে ফেলে এসেছেন
যদি কোনো সু-হৃদয়বান ব্যক্তি আমার ঈশ্বরকে পেয়ে থাকেন
দয়া করে নিম্ন ঠিকানায় পৌঁছে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি
আফসার নিজাম
প্রজত্নে- আল্লারক্ষা
খোদা স্ট্রিট-গুজরাট-ভারত
ইমেল afsarnizam@yahoo.com
কবিতাটি এভাবেও লেখা যেতো
গুজরাটে যে ক’জন মানুষ পুড়েছে
তাদের মধ্যে আমি একজন
পুলিশ পুড়ে যাওয়া লাশ তুলে নেয়ার সময়
আমার হৃদয়টিকে ফেলে এসেছেন
যদি কোনো সু-হৃদয়বান ব্যক্তি
আমার হৃদয়কে পেয়ে থাকেন
দয়া করে +৮৮০১৮১৯-৫১৫১৪১ নম্বরে ফোন করবেন।
কোন মন্তব্য নেই