Header Ads

Header ADS

এপলিক কবিতা_আফসার নিজাম

 
এপলিক কবিতা
আফসার নিজাম

এক.
যখন রাতের শেষে
কান্নার বন্যায় ভেসে যায় বুক
প্রাণ নেই বলে তার ভেজে নাকো চোখ।

দুই.
শহরের গলিমুখে বেড়ে যায় কাক
উড়ে যায় ময়লার গাড়ি ছুঁয়ে ছুয়ে
আমি দেখি ডাস্টবিন ময়লার পাশে
চোখহীন প্রিয়তম কবিতার মুখ।

তিন.
তার দেখা ভুল হয় আমি দেখি ভুল
ভুলগুলো ভুল হয় বিচারে কাজে
আজ নয় আজ নয় কাল যদি দেখো
ভুল করে রেখে যেও গোলাপের কাঁটা
কাঁটাগুলো রেখে দেবো বুকের ভেতর
চোখ মেলে দেখে নিও চোখ যদি থাকে।

চার.
চোখ তার গলে গেছে
বলে গেছে চোখ তোলা বাজ
চোখ তার ছিলো কি?
প্রশ্নটা করে গেছে- কানা কবিরাজ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.