Header Ads

Header ADS

আবদুল করিম সাহিত্যবিশারদ


আবদুল করিম সাহিত্যবিশারদ

প্রোট্রেট : আফসার নিজাম

আবদুল করিম সাহিত্যবিশারদ
জন্ম :  ১১ অক্টোবর ১৮৭১। চট্টগ্রাম জেলার পটিয়ার অন্তর্গত সুচক্রদন্ডী গ্রামে জন্মগ্রহণ করেন।
মৃত্যু :  ৩০ সেপ্টেম্বর ১৯৫৩, ঢাকা, বাংলাদেশ।
গ্রন্থ : তাঁর সম্পাদিত নরোত্তম ঠাকুরের ‘রাধিকার মানভঙ্গ’, কবিবল্লভের ‘সত্যনারায়ণের পুথিঁ’, দ্বিজ রতিদেবের ‘মৃগলুব্ধ’ রামরাজার ‘মৃগলুব্ধ সম্বাদ’, দ্বিজ মাধবের ‘গঙ্গামঙ্গল’, আলী রাজার ‘জ্ঞানসাগর’, বাসুদেব ঘোষের ‘শ্রীগৌরাঙ্গ সন্ন্যাস’, মুক্তারাম সেনের ‘সারদামঙ্গল’, শেখ ফয়জুল্লাহর ‘গোরক্ষবিজয়’ ও আলাওলের ‘পদ্মাবতী’ (খণ্ডাংশ) বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত। ‘ইসলামাবাদ’ (চট্টগ্রামের সচিত্র ইতিহাস) ও ‘আরাকান রাজসভায় বাঙ্গলা সাহিত্য’ (মুহম্মদ এনামুল হকের সহযোগে রচিত) তাঁর দুটি মৌলিক গ্রন্থ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.