দুঃখ_আফসার নিজাম
দুঃখ
আফসার নিজাম
[প্রতিদিন ভোরে যে নারীরা টিফিনক্যারিয়ার নিয়ে ছুটে যায় জীবনধারণের তাগাদায় সেইসব প্রিয়তম গার্মেন্স নারীদের জন্য]
তোমার বুক খুলে স্তন নয়
দুঃখ দেখাও
আগুনের মতো লাল দুঃখ
জহরের মতো নীল দুঃখ
অপ্রকাশিত অনুভূতির ভেতরে
অন্ধকারের মতো কালো দুঃখ
তোমার বুক খুলে যুগল চাঁদ নয়
দুঃখ দেখাও
যেদিন বাজার থেকে সদাই নয়
এক ব্যাগ দুঃখ নিয়ে এসেছিলে
তখন একশ টাকার ভাঁজ খুলে
চোখ জুড়ে দেখেছো যমুনাব্রিজ
আর ব্রিজ থেকে লাফ মেরে
আত্মহত্যা করেছিলো
সেইসব বাজারি দুঃখ
তোমার বুক খুলে আকাশ নয়
দুঃখ দেখাও
যেভাবে টিফিনক্যারিয়ার করে
প্রতিদিন স্বপ্ন নিয়ে দর্জিবাড়ি যাও
আর ফিরে আসো
এক টিফিনক্যারিয়ার দুঃখ নিয়ে
সেইসব পোড়া দুঃখ
যারা পুড়ে পুড়ে অঙ্গার হয়েছে।
কোন মন্তব্য নেই