দাড়ি হত্যাকারী_আফসার নিজাম
দাড়ি হত্যাকারী
(বন্ধুবর কবি আহমদ বাসিরের দাড়ি হত্যার প্রতিবাদে)
আফসার নিজাম
তোমার ফোন আমাকে উদ্বিগ্ন করেছে-
শুনলাম এই মাত্র তুমি
লালন করা দাড়িগুলোকে হত্যা করেছ
হত্যা করেছ- বিদেশী ব্লেডের নিষ্ঠুরতায়।
আহ! কি কষ্ট নিয়েই না
চলে গেলো তারা
ফিলিস্তিনিদের মতো উদ্বাস্তু হয়ে
নিজেদের জমি থেকে।
হে নিষ্ঠুর দাড়ি হত্যাকারী
তুমি কি জানো- ?
যার একটুকরো জমি নেই
সে কতোটা অসহায়
তুমি কি জান- ?
I HAVE NO LAND মানে
কত ফোঁটা অশ্রুজল।
কিন্তু হায়!
একটি বারও আগ্রাসী ব্লেডের ধারালো ‘সীমার’
বুঝেনি রিফুজি দাড়িদের- বাস্তুহারা এলিজি।
কোন মন্তব্য নেই