Header Ads

Header ADS

রাত্রি জাগরণের কাব্য_আফসার নিজাম


রাত্রি জাগরণের কাব্য
আফসার নিজাম
[কবি মতিউর রহমান মল্লিক যাঁর চোখের প্রিজমে জ্বলে হেরার প্রদীপ]

এক.
বহু দূর ভ্রমণে রোদের মাখন
জেগে ওঠে তাঁর সুরমা রঙ গালের গেলাবে
চিকচিক দাড়ির বাগানে ফুটে ওঠে
মুক্তা রাশি রাশি- রহম খোদার।

দুই.
ভ্রমণে ক্লান্ত তাঁর কয়েদি পা
শিকল ছিঁড়ে তাহাজ্জুদ রাত্রিতে
কপাল চুম্বন করে ঐশ্বরিক পায়
জেগে ওঠে হাত
আর চোখের ফারাক্কা ভেঙ্গে
জোয়ারে ডুবে যায় নদী।

তিন.
তাঁর দীর্ঘ রোদ ভ্রমণ
রাত্রি জাগরণের তাহাজ্জুদ
কওমের সূর্য উঠার প্রত্যাশায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.