গতকালও ছিলো শে_আফসার নিজাম

গতকালও ছিলো শে
তার আগে ছিলো শে পাঁজরের হাড়
তারও আগে ছিলো শে বোধের ভেতর
অস্থির চাওয়া-পাওয়া এমন কিছু
আজ দেখো শায়িত শে কবরমহল
তার আগে ছিলো শে বিছানারপর
তারও আগে ছিলো শে বুকের ভেতর
অগণিত স্বপ্নের রূপার তাবিজ
তার যত কল্পনা আবেগআকাশ
আত্মার আত্ময় সংসারসহ
জগতের চাওয়া-পাওয়া মিটে গেছে রাতে
সব কিছু ফেলে গেছে- গেছে খালি হাতে।
কোন মন্তব্য নেই