অন্ধগলি_আফসার নিজাম
অন্ধগলি
আফসার নিজাম
সুর্যটাকে আড়াল করে দেখি
অন্ধগলি করছে আলিঙ্গণ
দু'হাতে সে জড়িয়ে ধরে বলে
আলোর থেকে অধিক আমার ধন
ধনের খোঁজে অন্ধগলির মোড়ে
একলা আমি বসে থাকি অজানা কোন ঘোরে
মনে মনে ভাবি
সাত রাজার ধন পেলাম বুজি আমি
এই না ভেবে একটুখানি থামি
ধনের আশায় যাচ্ছে দিবসজামি
অন্ধগলি কোথায় তোমার ধন!
কানাগলির মাঝে আমার কাটছে সারাক্ষণ
দুঃখ ব্যথায় এখন আমার কুকিয়ে উঠে মন
অন্ধগলি ডাক দিয়ে যেই বলে
সাত রাজার ধন যার হবে তার : দুঃখ পেলে চলে
এই ধরো নাও সাত রাজার ধন
দু'হাত তোমার পাতো
অন্ধকারে যেই পেতেছি হাত
হারিয়ে গেলো অন্ধগলি : শুধুই বজ্রপাত
অন্ধগলি রাখো তোমার ধন
কানাগলির মাঝে আমি সপেছি এই মন
এবার দেখো আমি
সারা দিবসজামি
অন্ধকারে পেয়ে গেছি সুখের নিরাঞ্জন!
কোন মন্তব্য নেই